ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা দুই ভূবনের বাসিন্দা হলে ভালোবেসে সুখের সংসার সাজিয়েছেন। গতকাল শুক্রবার ছিল কোহলির জন্মদিন। স্বামী কোহলির জন্মদিনে সামাজিক মাধ্যম ফেসবুক পেইজে দুজনের একটি ছবি পোস্ট করেছেন আনুশকা। সেখানে আবেগঘন বার্তা দিয়েছেন এ বলিউড তারকা।
আনুশকা লেখেন, এই ছবির কোনো ফিল্টার দরকার নেই। তুমি যেভাবে চলছ সেভাবেই চলো। তোমার ভিত্তি সততা ও ইস্পাত দিয়ে তৈরি। যেভাবে অন্ধকার থেকে টেনে তুলতে পারো তাদের, আর কারো দ্বারা এটা সম্ভব নয়। তুমি সবদিক থেকে ভালো হয়ে ওঠো, কারণ তুমি ভয়হীন, সাময়িক এসব কোনোভাবেই স্থায়ী নয়। খবর বাংলানিউজের।
এ অভিনেত্রী আরও লেখেন, আমি জানি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে এভাবে কথা বলার মানুষ নই কিন্তু মাঝে মাঝে আমি শুধু চিৎকার করে বিশ্বকে বলতে চাই আপনি কি অসাধারণ মানুষ। সৌভাগ্যবান তারাই যারা সত্যিই তোমাকে চেনে। ধন্যবাদ তোমায় সবকিছু উজ্জ্বল ও সৌন্দর্যময় করার জন্য। সবশেষ কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনুশকা লেখেন, ওহ, শুভ জন্মদিন কিউটনেস!
২০১৩ সাল থেকে কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আনুশকা। এরপর ২০১৭ সালে সাতপাঁকে বাঁধা পড়েন তারা। বর্তমানে তাদের সংসার আলোকিত করে রেখেছে এক কন্যা সন্তান বামিকা।