কোহলিকে নতুন নাম দিলেন স্ত্রী আনুশকা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপে একমাত্র দল হিসাবে এখনো অপরাজিত রয়েছে স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। তবে ভারতের জয়ের সব থেকে বড় অবদান রাখছেন বিরাট কোহলি। আর তাই বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা কোহলিকে নতুন একটি নাম দিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন কোহলি। তবে দেখা পাননি সেঞ্চুরির। নিউজিল্যান্ডের ম্যাচ শেষে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। প্রথম ছবিতে ম্যাচের স্কোরের সঙ্গে কোহলি ও রবীন্দ্র জাদেজার দৌড়ানোর দৃশ্য ছিল। পরেরটিতে আনুশকা লিখেছেন, ‘তোমাকে নিয়ে সব সময়ই গর্বিত।’ দ্বিতীয় আরেকটি ছবি কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোগো সংযুক্ত। আর এই ছবির নিচে ক্যাপশনে লিখেছিলেন, বেঙ্গালুরু, আমাকে ঝড়ের মধ্যে পাঠাও। আমি আলো হয়ে ফিরব। এ ছবি শেয়ার করেই কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা। অর্থাৎ, যে ঝড়ের পিছু ছুটতেও কুণ্ঠা করে না!

পূর্ববর্তী নিবন্ধ‘কম্পিউটার আছে কোহলির ভেতর’
পরবর্তী নিবন্ধভারতীয় স্পিনার বিষেণ সিং বেদী আর নেই