কোস্টা গাভরাস তাঁর চলচ্চিত্রের মধ্য দিয়ে আজীবন বিশ্বের রাজনৈতিক নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। তাঁর ছবিগুলো বিশ্বমানবতারর অসহায়ত্ব ও অবমাননার কথা বলে।
২৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোস্টা গাভরাস রেট্রোসপেকটিভের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা এ কথা বলেন। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আরাফাতুল আলম। বক্তব্য রাখেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাকরাম্প, উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী এবং চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী।
রেট্রোসপেকটিভে ২৯ নভেম্বর বিকাল ৫টায় প্রদর্শিত হয় ‘দি স্লিপিং কার মার্ডার’, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জেড’; ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় ‘শক ট্রুপস’ এবং সাড়ে ৬টায় ‘কনফেশন’ প্রদর্শিত হয়। প্রসঙ্গত, বাংলাদেশে এই প্রথমবারের মতো কোস্টা গাভরাসের রেট্রোসপেকটিভ অনুষ্ঠিত হলো। প্রেস বিজ্ঞপ্তি।