কোস্টা গাভরাস রেট্রোসপেকটিভ আজ ও কাল

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ববরেণ্য রাজনৈতিক চলচ্চিত্রকার কোস্টা গাভরাসের চারটি বিখ্যাত চলচ্চিত্র নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো কোস্টা গাভরাস রেট্রোসপেকটিভের আয়োজন করেছে। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে আজ ও কাল এই রেট্রোসপেকটিভ অনুষ্ঠিত হবে। আজ বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে দি স্লিপিং কার মার্ডার, এর পর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে বহু পুরস্কৃত চলচ্চিত্র জেড। আগামীকাল শনিবার প্রদর্শিত হবে বিকেল সাড়ে চারটায় শক ট্রুপস এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় কনফেশন। প্রদর্শনীসমূহ সবার জন্য উন্মুক্ত। এছাড়া ৬ ডিসেম্বর একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন কবি ও প্রাবন্ধিক কমলেশ দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চোরাই গরু পাচারকালে গ্রেপ্তার তিন
পরবর্তী নিবন্ধবান্দরবানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা গ্রেফতার