বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সম্পাদিত কোস্টার হেজ চুক্তি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর নিমতলা বিশ্বরোডের মাথায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গত রবিবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ইদ্রিস কেরানীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বখতিয়ার উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল কাদের সুজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা মো: এরশাদুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সরওয়ার আলম, ৩৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেন মিয়া, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এম এ কালাম, জ্যেষ্ঠ সহ–সভাপতি নজরুল ইসলাম, সহ–সভাপতি সাইদুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক বাকের হোসেন, সহ–সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক সুবীর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ আবুল কাসেম, সহ–কোষাধ্যক্ষ রাশেদুল করিম চৌধুরী, মো: হানিফ, আবুল হাসান, অহিদুল আনোয়ার চৌধুরী আরমান। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক–কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক মো: হারুন অর রশিদ, সদস্য সচিব মো: রশিদ আহমেদ, সদস্য এবং স্টাফ ইউনিয়নের সভাপতি মো. ফেরদৌস আলম, সদস্য আবুল আলম, নজরুল ইসলাম, হুমায়ুন কবির সফি, নুরুন্নবী বাবর। অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আব্দুল কাদের, জহির উদ্দিন, নুর উদ্দিন, মো. জামাল, সিরাজুল ইসলাম, মহিনউদ্দিন, কামরুল ইসলাম রাজু, বখতিয়ার উদ্দিন, মো. রুবেল, ফখরুল ইসলাম বাহাদুর। প্রধান অতিথির বক্তব্যে বখতিয়ার উদ্দিন খান বলেন, কোস্টার হেজ শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, অনতিবিলম্বে কোস্টার হেজের চুক্তি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্যে আবদুল কাদের সুজন বলেন, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সম্পাদিত চুক্তিটি অবিলম্বে বাস্তবায়ন করা হোক। প্রেস বিজ্ঞপ্তি।