কোর্ট হিলে চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না : হাই কোর্ট

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

কোর্ট হিলের পুরাতন আদালত ভবনের সামনের চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে রুল জারি করে আদেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল রোববার এ সংক্রান্ত একটি রিট মামলার শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীপুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। কোর্ট হিলের চলাচলের জায়গায় জেলা প্রশাসন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এমন অভিযোগে এবং ফের যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে রুল ও নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টে রিট মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। তাঁর পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রতন কুমার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আজাদীকে এ সব তথ্য নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও বাদী এএইচএম জিয়াউদ্দিন। এএইচএম জিয়াউদ্দিন বলেন, রোববার দুপুরে এ বিষয়ে শুনানি হয়েছে। ফের যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে শুনানি শেষে আদেশ দিয়েছেন মাননীয় বিচারকরা।
এ বিষয়ে শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবী রতন কুমার রায় আজাদীকে বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দায়েরকৃত রিট মামলায় মাননীয় হাই কোর্ট পুরাতন আদালত ভবনের সামনে জনগণের চলাচল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ও কোর্ট হিলের নাম পরিবর্তন করে ‘জেলা প্রশাসকের কার্যালয়’ নাম ব্যবহার না করতে রুল ও নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, কোর্ট হিলকে অন্য কোনো নামে সম্বোধন না করা এবং কোর্ট হিল এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করা সংক্রান্ত বিষয়ে রুল জারির পাশাপাশি নিষেধাজ্ঞা আদেশও দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধপুলিশি বাধায় ছত্রভঙ্গ ছাত্রদলের মিছিল
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী দুবাই যাচ্ছেন আজ