নগরীর কোর্টহিলের নতুন আদালত ভবন এলাকায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম ইকবাল হোসেন ইমন। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর খুলশীর তুলাতলী রেল লাইন কলোনি থেকে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে কোর্টহিলের নতুন আদালত ভবনের নিচ থেকে দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তাদের একজন ইকবাল হোসেন ইমন। অপরজন আনোয়ার হোসেন। এরমধ্যে ইকবাল হোসেন লোহাগাড় থানার একটি হত্যা মামলার আসামি। আর আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি। আদালতসূত্র জানায়, দুই আসামি কারাগারে ছিলেন। মামলার ধার্য্য দিন থাকায় তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম শেষে জেলা পুলিশের হাজতখানায় তাদের রাখা হয়। সেখান থেকে অন্য আসামিদের সাথে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার জন্য লাইনে দাড় করানো হয়। দুই আসামির হাতে হাতকড়া পরানো ছিল। কিন্তু কৌশলে হাতকড়া খুলে দুই আসামি পালিয়ে যায়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল আজাদীকে বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজন এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।