আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় মহাসচিব ও আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, কোরআন মজিদের দুটি দিক রয়েছে। বাহ্যিক এবং ভেতরগত নিগূঢ় দর্শন। ভেতরগত দর্শন না বুঝে কেবল রূপক অর্থ বোঝার চেষ্টায় গোমরাহি তথা পথভ্রষ্ট হবার সম্ভাবনা রয়েছে।
কোরআন-সুন্নাহর যথার্থ চর্চা না হয়ে ভুল চর্চা ও অপব্যাখ্যা হবার ফলে উগ্রপন্থী জঙ্গিবাদি বিভীষিকা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত ৯ জানুয়ারি রজভীয়া নুরীয়া কমিটির হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর (মু.জি.আ) সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।
উদ্বোধক ছিলেন সৈয়দ জুন্নুরাইন আলকাদেরী। সৈয়দ মুহাম্মদ সিরাজুল আলম এবং মুহাম্মদ আব্দুশ শুক্কুরের যৌথ সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, শাহ্জাদা রজভীয়া নুরীয়া কমিটির আবু ছালেহ আঙ্গুর, মাছুমুর রশিদ কাদেরী, শাহ্ কুতুব উদ্দিন নূরী, শায়ের এনামুল হক এনাম, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, আবুল হাসান, তারেক রেজা, মাওলানা ওমর ফারুখ নঈমী, মাওলানা নাজিম উদ্দিন নূরী, মাওলানা জাফর কামালী, মুহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী প্রমূখ। শেষে মুনাজাত করেন আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর (মু.জি.আ)। প্রেস বিজ্ঞপ্তি।