কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা

দরসুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে বক্তারা

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ আল মাদানী বলেছেন, ইসলামের সংবিধিবদ্ধ রীতিনীতি, বিধিবিধান সম্বলিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন হচ্ছে তাবৎ বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক। যেটির মর্মবাণীর নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে মহানবী (🙂 তৎকালীন বর্বর আরব জনগোষ্ঠিকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুশীল জাতিতে পরিণত করেছিলেন। পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা।

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ২১তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ। প্রধান দরসকারী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিষয় ভিত্তিক দরস পেশ করেনআল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতী, আল্লামা শরীফ মোহাম্মদ সোলায়মান আল হোসাইনী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা সালাহউদ্দীন লতিফী, আল্লামা ছালেহ আহমদ আনসারী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, আল্লামা এনামুল হক সিকদার, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, সাইফুল্লাহ ফারুকী। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেনমাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইন, সচিব মাওলানা এম ওয়াহেদ মুরাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঅধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ জসিম উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, স ম শহিদুল হক ফারুকী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, মুফতি মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী, মুফতি মাওলানা নিজাম উদ্দীন নোমানী, ওসমান খান, মাওলানা মোরশেদুল হক আলকাদেরী, মুফতি মাওলানা আসাদুজ্জামান, আল্লামা হারুন মোস্তফা আল রশিদ, মাওলানা জয়নাল আবেদীন জেহাদী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ইয়াহিয়া ওয়াহেদী, মাওলানা আইয়ুব বদরী, মাওলানা ছৈয়দ জাহিদ কাদেরী, মাওলানা শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ কাদেরিয়া চিশতিয়া পরিষদের ৩৫তম সুন্নি সম্মেলন