কোরআনের পাতায় পাতায় বিজ্ঞান প্রয়োজন গভীর অধ্যয়ন উপলব্ধি

সায়েন্স কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে বিওটি ভাইস চেয়ারম্যান শাহজাহান

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেছেন, কোরআনের পাতায় পাতায় বিজ্ঞান রয়েছে গভীর উপলদ্ধির সাথে অধ্যয়ন প্রয়োজন।

গত রোববার রাতে নগরীর একটি রেঁস্তোরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য দেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও আইআইইউসির ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান ড. আ জ ম ওবায়দুল্লাহ, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, চবি প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. সানাউল্লাহ চৌধুরী, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি ও চুয়েট ইটিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আজাদ হোসেন। নির্ধারিত প্রধান অতিথি সাবেক উপাচার্য ও প্রফেসর এমিরেটাস ড. এ কে এম আজহারুল ইসলামের অনুপস্থিতে তার বক্তব্য পাঠ করেন আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, আয়োজন কমিটির কোকনভেনার ড. মোহাম্মদ শামীমুল হক চৌধুরী ও কনফারেন্সের টেশনিক্যাল সেক্রেটারি ড. সিকদার সানবিম ইসলাম।

বিওটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে কোরআনের আলোকে ভাবতে হবে। কোরআনে মানব জীবনের বিজ্ঞান ভিত্তিক রূপরেখা আছে। গভীর উপলব্ধির সাথে তার অনুসন্ধান করতে হবে। এই বিশ্ববিদ্যায়ের ওয়ার্ল্ড র‌্যাংকিং আরও উচ্চে নিয়ে যেতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটিকে একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।

সভাপতির বক্তব্যে আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিজ্ঞান ও ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই। বিজ্ঞান হচ্ছে জ্ঞানের একটি বিশেষ শাখা। জ্ঞানের নতুন সৃষ্টিতে এবং চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় এই কনফারেন্স ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে সায়েন্স কনফারেন্সের ৭টি সেরা প্রবন্ধের গবেষকলেখকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও ভারপ্রাপ্ত উপাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারী আজকের তরুণ প্রজন্ম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্ট : টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ