কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কোয়াপাড়া উচ্চ বালিকা বিদ্যায়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন হাজী বাদশা মাবেয়া কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমি মুৎসুদ্দির সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন হাজী বাদশা মাবিয়া কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিনুর রহমান, হাজী বাদশা মাবিয়া কলেজের প্রভাষক মোঃ দাউদুল ইসলাম, কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হারাধন বসু, অভিভাবক সদস্য আবু তালেব, আমিরুল ইসলাম, ডাঃ রাজু দে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, রুম্পী চৌধুরী, কাবেরী চক্রবর্তী, সোমা কানুনগো, মোসাঃ শিউলি খাতুন, অজিত নাথ। ক্রীড়া পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক নীলিমা ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।