কোয়ালিটিকে হারাল রাইজিং জুনিয়র

প্রথম বিভাগ ক্রিকেট সুপার লিগ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর এবং রেলিগেশন ফোর পর্ব চলছে। গতকাল সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে হারিয়েছে রাইজিং স্টার জুনিয়র। এই পর্বের প্রথম ম্যাচে শতাব্দী গোষ্ঠী হারিয়েছিল সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার জুনিয়র ৯৩ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে কোয়ালিটি স্পোর্টসকে। এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। গতকাল সকালে টসে জিতে ব্যাট করতে নেমেছিল রাইজিং স্টার জুনিয়র। ১৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও তৃতীয় উইকেটে রিয়াদ এবং রাব্বানি মিলে ৯৪ রান যোগ করে। ৫৮ বলে ৫৩ রান করে ফিরেন রিয়াদ। আর ৬ রান যোগ হতেই ফিরে আসেন রাব্বানিও। নিজের হাফ সেঞ্চুরিটা পূরণ করতে পারেননি রাব্বানি। ফিরেছেন ৫৯ বলে ৪৭ রান করে। এরপর দলকে বলতে গেলে একাই টেনেছেন সালেহিন রিফাত। তবে ১০ নম্বরে ব্যাট করতে নামা হারুন অর রশিদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৭৬ রান সংগ্রহ করে রাইজিং স্টার জুনিয়র। দলের পক্ষে সালেহিন ৫১ বলে করেন ৬১ রান। মেরেছেন ২টি চার এবং ৬টি ছক্কা। আর হারুন রশিদের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৭ রান। তিনি ৪টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন। এছাড়া ২৬ বলে ২৬ রান করেন শেখ নাহিদ। কোয়ালিটি স্পোর্টসের পক্ষে ৫৬ রানে ৪ উইকেট নেন ইমরান। ২টি উইকেট য়িেছেণ শাওন মিয়া। একটি করে উইকেট নিয়েছেন সিফাত এবং সায়িদ।

২৭৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে প্রথম এবং ৩৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কোয়ালিটি। চতুর্থ উইকেটে সায়িদ এবং ফারহান মিলে ৪৫ রান যোগ করলেও দলের বাকিরা কোন ভূমিকা রাখতে পারেনি। ৩০ রান করে সায়িদ আউট হলে ফরাহান একাই লড়াই করে যান। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৮৪ বলে ৭৪ রান করে ফিরেন ফারহান। দলের পরের ব্যাটাররা রান করতে না পারায় ৪০.৪ ওভারে ১৮৩ রানে অল আউট হয় কোয়ালিটি স্পোর্টস ক্লাব। দলের পক্ষে শেষ দিকে ১৮ রান করেন সিফাত। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদ এবং সোহেল। ২টি উইকেট নিয়েছেন রায়হান। একটি করে উইকেট নিয়েছেন হারুন এবং শাহ পরান। আগামী ২১ মে রেলিগেশন পর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সে ম্যাচে মুখোমুখি হবে উল্লাস ক্লাব এবং স্টার ক্লাব। খেলাটি শুরু হবে সকাল ৯টায়।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দাবা কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ রাউন্ড শুরু হচ্ছে আজ