কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বড় একটা লাফ দেওয়ার সুযোগ ছিল দুই দলেরই। কিন্তু শেষ পর্যন্ত চিলি–পেরুর কেউই গোলের খাতা খুলতে পারেনি। টেক্সাসের আরলিংটনে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। সবশেষ চিলি–পেরু ম্যাচ ড্র হয়েছে ২০০৪ সালে। প্রীতি ম্যাচটিতে দুই দলই ১–১ ব্যবধানে অবিচ্ছিন্ন থাকে। এরপর টানা ২০ ম্যাচে ড্রয়ের মুখ দেখা যায়নি। যেখানে চিলির ১৪টি জয়ের বিপরীতে পেরুর জয় মাত্র ছয়টি। গতকালের ম্যাচ খেলে কোপা আমেরিকার সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ডে নাম লিখিয়েছেন চিলির ক্লদিও ব্রাভো। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক এই গোলরক্ষক খেলতে নামেন ৪১ বছর ২ মাস ১৬ দিন বয়সে। ভেঙেছেন ১৯৯৭ কোপায় বলিভিয়ার গোলরক্ষক কার্লোস ক্রুকো ৩৯ বছর ৩১৮ দিনে খেলার রেকর্ড। রেকর্ডের দিনে পারফরম্যান্সটাও দারুণ ছিল ব্রাভোর। ৪৩ মিনিটে মিগেল আরাউহোর শটে দুর্দান্ত এক সেভ দেন তিনি। পরে পেরুর আরও তিনটি শট প্রতিহত করে দেন এই গোলরক্ষক।












