মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নির্বাচন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে নানামুখি ষড়যন্ত্র করছে। তবে সারাদেশে নির্বাচনি হাওয়া বইছে, বহুদিন পর মানুষ নির্বাচনি উৎসবে মেতে উঠেছে। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়, তারা ভোট দিতে এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয়। কোনো পরাজিত শক্তি বা তাদের দোসররা এ নির্বাচনি জোয়ার থামাতে পারবে না। তিনি গতকাল রোববার শাহ আমানত সংযোগ সড়কের রাজাখালী ব্রীজের মোড়ে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে বক্সির হাট ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। তিনি নগরীর রাজাখালী রোড়ের সামনে থেকে শুরু করে এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন আবদুল মান্নান, হাজী নুরুল আকতার, অ্যাড. তারেক আহমদ, জসিম উদ্দিন মিন্টু, এস এম মফিজ উল্লাহ, হাজী ফেরদৌস ওয়াহিদ, হাজী নাছির উদ্দিন, হাজী আনিছুর রহমান, আবদুল খালেক, নরুল আবছার, মো. সেকান্দর, আবুল কালাম, সাইফুল ইসলাম মানিক, ইদ্রিস আলম, দিদারুল আলম, দেলোয়ার হোসেন, এন মোহাম্মদ রিমন, আমিনুল ইসলাম সাজু, সামশুল ইসলাম, মো. কবির, মো. সোহেল, মো. আলো, এরশাদ চৌধুরী, মো. সাত্তার, মো.কাসেম, মো. মিজান, জাহেদুল ইসলাম, টিপু, নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











