চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজার ও ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করীম।
গ্রেপ্তার দুইজন হলেন – কোতোয়ালী থানা ছাত্রলীগের ছাত্রলীগের সহ-সভাপতি আরশাদ আনাল প্রকাশ সামির (২৫) এবং ফটিকছড়ি যুবলীগের সহ-সভাপতি-মো: আশরাফ আলী প্রকাশ ইনু (৩৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করীম বলেন, তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।