কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের জগদ্ধাত্রী পূজা সম্পন্ন

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:২০ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেএমসেন হল প্রাঙ্গনে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। উক্ত পূজা উপলক্ষে তিনটি বিভাগে গীতাপাঠ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিষদের সভাপতি লিটন কুমার শীলের সভাপতিত্বে ও তারণ দাশ প্রলয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ..ম নাছির উদ্দীন। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসামপ্রদায়িক ও উন্নয়নের সরকার হিসেবে আওয়ামী লীগকে আগামীতেও দরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। আরও উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মিনা চৌধুরী, বিধান ঘোষ বিধু, সজল দে, প্রকৌশলী সৈকত দাশ, নিউটন দত্ত, যুগ্মসাধারণ সম্পাদক জুয়েল দাশ রানা, সুমন দাশ, শৈবাল দাশ, সজীব দাশ, স্নেহাশিস তালুকদার মিশু, নিউটন দাশ, প্রিয়ম বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ফাইন্যান্স বিভাগের ২৫তম ব্যাচের র‌্যাগ ডে উদযাপন
পরবর্তী নিবন্ধ‘সিঙ্গেল মাদার’ হওয়ায় বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী