সরকার পতনের পর গত ৫ আগস্ট হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে ধ্বংসস্তুপে পরিণত হয় কোতোয়ালী থানা। নিজ অর্থে শ্রমিক নিয়োগ করে তা পরিষ্কারে এগিয়ে আসেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। আজাদীকে তিনি বলেন, ৮ আগস্ট সিএমপি’র উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) থানা কম্পাউন্ড পরিষ্কার–পরিচ্ছন্ন করার দায়িত্ব দেন। পরবর্তীতে ৯ ও ১০ আগস্ট নিজ অর্থায়নে শ্রমিক নিয়োগ করি এবং ও তদারকি করে কোতোয়ালী থানা কম্পাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজের উপযোগী করে দিই।
উল্লেখ্য, সামাজিক সংগঠন রিফ্রেশ বাংলাদেশও থানা পরিষ্কারে উদ্যোগ নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।