কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস ও মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা গত ৭ নভেম্বর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ–সভাপতি মশিউর রহমান রোকনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক টিংকু বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোসলে উদ্দীন দিদার, নাসির উদ্দীন, অ্যাড. মহিবুল্লাহ চৌধুরী, এম.এ মোনায়েম, আবু বক্কর বক্কু, মাষ্টার জসিম উদ্দিন, হোসেন মোহাম্মদ রাশেদ, মো. হাবিবুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।