নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. রিদুয়ান (২৪) টেকনাফ থানাধীন বাহার ছড়া এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কোতোয়ালী থানার এসআই রবিউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স জানতে পারে নতুন রেলওয়ে স্টেশন রোডস্থ ৭নং বাস পার্কিংয়ের প্রবেশ মুখে এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় সেখানে উপস্থিত মো. রিদুয়ানের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্সপ্যান্টের পকেটে থাকা ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রবিউল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রিদুয়ানের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে।