কোটি টাকার ইলিশ লুট

গভীর বঙ্গোপসাগরে ৯টি ট্রলারে ডাকাতদের হামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

গভীর বঙ্গোপসাগরে ইলিশ বোঝাই ৯টি ট্রলারে হামলা চালিয়ে ডাকাতদল অস্ত্রের মুখে মাঝিমাল্লাদের জিম্মি করে প্রায় ১ কোটি টাকার ইলিশ মাছ লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী থেকে সন্দ্বীপ চ্যানেলে কালীরচর থেকে আনোয়ারার গহিরা পর্যন্ত প্রায় ৫০ নটিক্যাল মাইল এলাকায় এ গণ লুটের ঘটনা ঘটেছে বলে নৌ পুলিশ অভিযোগ পেয়েছে।
নৌ পুলিশ চট্টগ্রামের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মিজানুর রহমান আজাদীকে বলেন, মহেশখালী থেকে আনোয়ারা, বাঁশখালী হয়ে সন্দ্বীপ পর্যন্ত ৫০ নটিক্যাল মাইল এলাকায় ৯টি বোটে ডাকাতি হয়। আজ (শনিবার) সকালে বোটগুলো কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ঘাটে ফেরত আসে। এরপর ট্রিপল নাইনে ফোন দিয়ে ডাকাতির তথ্য জানানো হয়। খবর পেয়ে আমরা ফিরিঙ্গিবাজার ঘাটে যাই। আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, মাছ লুট করা জলদস্যুরা বাঁশখালী এলাকার বাসিন্দা।
তিনি বলেন, টানা তিন দিন ইলিশ মাছ শিকার করতে সাগরে ফালির চর গ্যাস ফিল্ড এলাকায় অবস্থান করছিল জেলেরা। মাছ শিকার শেষে নগরীর অভয়মিত্র ঘাটের দিকে ফেরার পথে ৭টি জলদস্যু দল ট্রলারে উঠে ইঞ্জিন রুমে জেলেদের বন্দি করে রাখে। এই কায়দায় তারা জেলেদের মোট ৯টি বোটে আক্রমণ করে।
জেলেদের বর্ণনা অনুযায়ী, গভীর রাতে ৪/৫টি বোটে করে সশস্ত্র ডাকাতরা গিয়ে ইলিশ বোঝাই বোট ঘিরে ফেলে। ওই বোটে গিয়ে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ইঞ্জিনরুমে আটকে রাখে। তারপর ইলিশ মাছগুলো নিজেদের বোটে তুলে নেয়। একই কায়দায় রাতভর সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত নয়টি বোটে তারা ডাকাতি করে। এ সময় তারা প্রায় ২৫ হাজার পিস ইলিশ মাছ নিয়ে যায়। প্রতিটি বোটে ১০ থেকে ১৫ লাখ টাকার ইলিশ ছিল। সে হিসেবে, প্রায় কোটি টাকার ইলিশ লুট হয়েছে বলে জেলেদের অভিযোগ।
ওসি মিজানুর জানান, ডাকাতির ঘটনাগুলো ঘটেছে কক্সবাজারের মহেশখালী, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও সন্দ্বীপ থানা এলাকায়। ডাকাতির শিকার জেলেদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাটল ট্রেনে চবির সাবেক শিক্ষার্থীকে মারধর
পরবর্তী নিবন্ধডিজেলেও চলছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে গ্যাস সরবরাহ