কোটা সংস্কার আন্দোলনের আড়ালে নাশকতায় জড়িতদের শাস্তি দাবি

বহদ্দারহাট মোড়ে সমাবেশে সিটি মেয়র

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নাশকতায় জড়িতদের শাস্তি দাবি করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মহানগর আওয়ামী লীগ ঘোষিত নগরীর গুরুত্বপূর্ণ স্পটে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গতকাল বুধবার বহদ্দারহাট মোড়ে এক সমাবেশে তিনি এই দাবি জানান।

মেয়র বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার ক্ষোভ স্বাধীনতাবিরোধীরা ভুলেনি। এ কারণে স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সুযোগে নাশকতা চালিয়ে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করতে চায়। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বর্তমান সরকারকে বিপদে ফেলতে দেশিবিদেশি কিছু অপশক্তি মিলে সারা দেশে নাশকতা চালিয়েছে। সাধারণ ছাত্ররা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র বুঝতে পেরে ঘরে ফিরে গেলেও নাশকতাকারীরা থেমে থাকেনি। আন্দোলনের নামে টোকাই, ভাড়া করা লোক, বেকার যুবকদের দিয়ে দেশজুড়ে নাশকতা চালানো হয়েছে।

নাশকতাকারীরা পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। মুরাদপুরে ৬তলা ভবন থেকে স্বাধীনতার পক্ষের ছাত্রদের নির্মমভাবে ফেলে হতাহত করেছে। ওরা দেশের গুরুত্বপূর্ণ ও জনগণের স্বপ্নের স্থাপনাগুলোকে বেছে বেছে হামলা চালিয়েছে। এই নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের সমূলে উৎপাটন করার মাধ্যমে দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হবে। এদের দোসর, অর্থায়নকারী, সহায়তাকারীদেরও চিহ্নিত করতে হবে। এরা শাস্তি না পেলে বারবার এরা আমাদের দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।’

সমাবেশে আরো বক্তব্য দেন, আব্দুচ ছালাম এমপি, সাবেক এমপি নোমান আল মাহমুদ, আবু তাহের, শহিদুল আলম শহিদ।

উপস্থিত ছিলেনহাজী সাহাবউদ্দীন, মোহাম্মদ এসহাক, সামশুল আলম, নুরু মোহাম্মদ নুরু, মোজাহেরুল ইসলাম, আনসারুল হক, ইউনুচ কোম্পানি, নুরু মোহাম্মদ নুরু, এম. আশরাফুল আলম, নুরুল আমিন মিয়া, অ্যাডভোকেট শাকিল, এসরারুল হক এসরার, নুর মোস্তফা টিনু, নুরুল আমিন মামুন, জসিম উদ্দিন, এম এ মুছা, অ্যাডভোকেট আইয়ুব খান, নুরুল আমিন নুরু, জাহেদুল আলম, সাইফুদ্দীন খালেদ সাইফু, নিজাম উদ্দিন নিজু, আকবর আলী আকাশ, খালেদ হোসেন খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্যখাত এগিয়ে যাবে
পরবর্তী নিবন্ধআই টি এফ,বাংলাদেশের নবনির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত