মহানগর যুবলীগের উদ্যোগে কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, একটা দেশকে গড়ে তুলতে হলে অবশ্যই দেশপ্রেমিক লোক দরকার। মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে, নাতি–নাতনিকে দেশপ্রেম ও আনুগত্যে তাদের পূর্বসূরির অনুগামী বলে ধরা যায় ( কিছু কুলাঙ্গার ব্যতিক্রম ছাড়া)। সরকারি চাকরিতে মেধাবী এবং দেশপ্রেমিক কর্মীর প্রয়োজন অধিক। তাই কোটা ব্যবস্থায় সমমানের মেধা সাপেক্ষে এদের নিয়োগ নিশ্চিত করা জরুরি। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহ–সভাপতি অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ, সাখাওয়াত হোসেন সাকু, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত, দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দিন তালুকদার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এ জে এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, সৈয়দ ওমর ফারুক, নঈম উদ্দিন খান, রাজিব হাসান রাজন, আলমগীর টিপু, শাহজাহান সামি, ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু, মোহাম্মদ ওয়াসিম, খন্দকার মোখতার আহমেদ আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।