কোচের ফর্মুলায় সাকিবের জায়গায় একজন বাড়তি ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৩৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে একজন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। তাই মেহেদী হাসান মিরাজের পাশে আরেকজন স্পিনারের অভাব ডারবান টেস্টের প্রথম দিন বাংলাদেশ অনুভব করেছে প্রবলভাবেই। সাকিব আল হাসান খেললে এটা নিয়ে ভাবতেই হতো না। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার না থাকায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবে কিছুটা শক্তি হারিয়েছে বোলিং। যদিও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, আপাতত এই ফর্মুলাই অনুসরণ করবেন তারা। বাংলাদেশের কোচ হয়ে আসার পর থেকে সাকিবকে টেস্টে কমই পেয়েছেন ডমিঙ্গো। বাঁহাতি অলরাউন্ডারের অনুপস্থিতিতে খেলানোর মতো কোনো অলরাউন্ডার না থাকায় কঠিন একটি সিদ্ধান্তই নিতে হয়েছে তাকে। ডারবান টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, আপাতত বাড়তি ব্যাটসম্যান খেলানোই তাদের মনে হচ্ছে সেরা সমাধান।
তিনি বলেন পাঁচ বোলার থাকলে আদর্শ হতো। আমি মনে করি এখানেই সাকিবের মতো অলরাউন্ডার বড় ব্যবধান গড়ে দেয়। আমরা নিশ্চিত থাকি না, ব্যাটিংয়ে শক্তি বাড়াব নাকি বোলিংয়ে। আমরা মনে করি, মিরাজ অনেক ওভার বোলিং করতে পারে। একটা প্রান্তে চালিয়ে যেতে পারে। অন্য প্রান্তে আমরা পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে বোলিং করাতে পারি। আমরা যতটা সহায়তা আছে ভেবেছিলাম ততটা সহায়তা না থাকা উইকেটে পেসারদের জন্য কাজটা কঠিন। যতদিন আমরা এমন কাউকে না পাচ্ছি, যে কিছু ওভার করতে পারে, সাকিবের অনুপস্থিতিতে এটাই হবে আমাদের সেরা ফর্মুলা। এভাবেই একাদশ সাজিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে একটু পিছিয়েই রয়েছে তারা। ৪ উইকেটে ২৩৩ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। যদিও গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে খুব বেশি এগুতে পারেনি বাকি ছয়টি উইকেট হারিয়ে। স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে করেছে ৩৬৭ রান। যেখানে বাংলাদেশের সফল বোলার ৪ উইকেট নেওয়া খালেদ। তিনটি উইকেট নিয়েছেন মেহেধী হাসান মিরাজ। ২টি উইকেট এবাদত হোসেনের।

পূর্ববর্তী নিবন্ধকদমতলী জাগ্রত সমাজের দাবা টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ফয়েজ উল্লাহ মিয়া ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন