কোকেন মামলায় আরো একজনের সাক্ষ্য

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ মে, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় মাদক ও চোরাচালান আইনে করা মামলায় আরো একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি অনুবাদক রতন কর্মকার। আসামি মোস্তফা অনুবাদক রতন কর্মকারকে চালানের একটা স্প্যানিশ ভাষার ডকুমেন্ট ইংরেজি অনুবাদ করার জন্য দেন। উক্ত বিষয়ে রতন কর্মকার সাক্ষ্য প্রদান করেন। গতকাল মঙ্গলবার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালতে তিনি এ সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রতন কর্মকার মাদক ও চোরাচালান দুটি ধারাতেই সাক্ষী। এ নিয়ে এ পর্যন্ত মাদক আইনের ধারায় ২৬ জন এবং চোরাচালান আইনের ধারায় ৪ জন সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। আগামী ২৯ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনায় দায়ের করা মামলার মাদক আইনে ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। পরে চোরাচালান আইনের ধারায়ও চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসৌরভের ছুরি দিয়েই আঘাত করা হয় ইভানকে
পরবর্তী নিবন্ধআটজনের বিরুদ্ধে দুদকের দুই মামলা