চট্টগ্রাম বন্দরের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় মাদক আইনে করা মামলায় আরও দুজন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালতে তারা এ সাক্ষ্য দেন। দুই সাক্ষী হলেন- পিআইএল নামের একটি প্রতিষ্ঠানের তৎকালীন ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন মোহাম্মদ আব্দুল্লাহ জহির ও তৎকালীন ডেপুটি ম্যানেজার অপারেশন মো. মাহতাব উদ্দিন। এরা দুজনই ঘটনার সাথে সম্পর্কিত একটি জব্দ তালিকার সাক্ষী। রাষ্টপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের (বৃহস্পতিবার) দুজনসহ গুরুত্বপূর্ণ এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনায় দায়ের করা মাদক আইনের মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর আগে এ ১০ জনকে আসামি করে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় র্যাব।












