বিতর্কিত কান্ডে জড়িয়েছেন প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়া হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ। ফ্রান্সের রাজধানীর রাস্তায় কোকেইন কেনার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। পরে অবশ্য ছাড়া পেয়েছেন এবং ক্ষমা চেয়েছেন তিনি। প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানায়, মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরদিনই ছাড়া পান তিনি। অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি শুরুতে বিবৃতি দিয়ে একজন খেলোয়াড়ের গ্রেপ্তার হওয়ার কথা জানালেও তার নাম প্রকাশ করেনি। তাকে অভিযুক্ত করা হয়নি বলেও জানায় তারা। ২০২০ টোকিও অলিম্পিকে রূপা ও ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অস্ট্রেলিয়া হকি দলের অংশ ছিলেন ২৮ বছর বয়সী ক্রেইগ। প্যারিসে গত রোববার কোয়ার্টার–ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২–০ গোলে হারে অস্ট্রেলিয়া দল।