স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ডা. আ. ম. ম মিনহাজুর রহমান সাতকানিয়ার কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন। গত ৩১ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. রফিক আল-মামুন স্বাক্ষরিত (স্মারক নং-ইআবি/রেজি:/প্রশা:/ফা.গ.ব/চ-১১৫/২০১৬/১১৪৪) এক অফিস আদেশে ডা. মিনহাজকে সভাপতি মনোনীত করা হয়। উল্লেখ্য, ডা. মিনহাজ সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর রামপুর এলাকার অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাবেক ডাইরেক্টর মরহুম মুজিবুর রহমান ও মরহুমা রোকেয়া বেগমের ছেলে। ডা. মিনহাজ কেরানীহাট মাদ্রাসার সভাপতি মনোনীত হওয়ায় সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রবীর পাল, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমনসহ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












