কেরানীহাট মাদ্রাসার সভাপতি হলেন ডা. মিনহাজ

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ডা. আ. ম. ম মিনহাজুর রহমান সাতকানিয়ার কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন। গত ৩১ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. রফিক আল-মামুন স্বাক্ষরিত (স্মারক নং-ইআবি/রেজি:/প্রশা:/ফা.গ.ব/চ-১১৫/২০১৬/১১৪৪) এক অফিস আদেশে ডা. মিনহাজকে সভাপতি মনোনীত করা হয়। উল্লেখ্য, ডা. মিনহাজ সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর রামপুর এলাকার অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাবেক ডাইরেক্টর মরহুম মুজিবুর রহমান ও মরহুমা রোকেয়া বেগমের ছেলে। ডা. মিনহাজ কেরানীহাট মাদ্রাসার সভাপতি মনোনীত হওয়ায় সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রবীর পাল, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমনসহ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রোটারিয়ানদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধমোহরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২