‘কেয়ামত থেকে কেয়ামত’ পরিচালক সোহানুর রহমানের ইন্তেকাল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি জানিয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি। সোহানুর রহমান সোহানের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সোহানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এদিন সোহানের মৃত্যু খবর শুনে ক্যারিয়ারের প্রথম দিকের ঘটনাই স্মরণ করলেন শাকিব। তিনি বলেন, আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি।