অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভালোবাসা দিবসে প্রেম নিয়ে মুখ খুলেছেন। নিজের জন্য কেমন পাত্র বা প্রেমিক তার পছন্দ, তা জানিয়েছেন। ভালোবাসা দিবস উপলক্ষে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে প্রভা জানান, তার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তাকে মাদক থেকে দূরে থাকতে হবে। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন তিনি। খবর বাংলানিউজের।
আলোচিত এই অভিনেত্রী আরও জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা। ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। বহু জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সহপাঠী রাজিব আহমেদের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে ২০১০ সালে বাগদান সম্পন্ন হয়েছিল প্রভার। কিন্তু পরে একই বছর সহকর্মী ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়।