কেপিএম স্কুল এন্ড কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত রোববার বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী পেপার মিলের প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেপিএম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজমুল হুদা। শিক্ষক আব্দুল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মজিবুর রহমান, এফআরএম বিভাগী প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিত্র সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার এবং কেপিএম প্রশাসন বিভাগের প্রাক্তন কর্মকর্তা কাজী মোশাররফ হোসেন। স্কুলের শিক্ষার্থীরা দিনব্যাপী আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। প্রধান অতিথিসহ আমন্ত্রিত সকল অতিথি সারাদিন মাঠে উপস্থিত থেকে প্রতিটি খেলা উপভোগ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. শহীদ উল্লাহ।