কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনায় ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

ছুরিকাঘাতে ২ জন আহত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রনেতার সংবর্ধনা অনুষ্ঠানে শ্লোগানপাল্টা শ্লোগানকে ঘিরে নগর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতিসহ ছুরিকাঘাতে ২ জন আহত হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৩টায় পুরাতন রেল স্টেশন চত্বরে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া ঢাবির ছাত্রনেতাদের সংবর্ধানা অনুষ্ঠানে মিছিল নিয়ে সামনে যাওয়াকে ঘিরে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের একটি গ্রুপের সাথে নগর ছাত্রলীগের অপর একটি গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত আহতরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুজিবুল বাশারের ছোট ভাই ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ও তার খালাতো ভাই মো. হাসান।

জানা গেছে, গতকাল সোমবার বেলা আড়াইটায় মহানগর গোধুলী ট্রেনে করে চট্টগ্রাম রেল স্টেশনে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া ঢাবিতে অধ্যয়নরত চট্টগ্রামের ৫ ছাত্রনেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি এম এ আহাদ চৌধুরী রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, উপদপ্তর সম্পাদক মুজিবুল বাশারসহ কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনার আয়োজন করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগ। এসময় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতিসাধারণ সম্পাদকসহ মহানগর ও জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি ওমরগণি এমইএস কলেজ, সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত হন। সংবর্ধনা সভায় মিছিল নিয়ে মঞ্চের সামনে যাওয়া নিয়ে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের একটি গ্রুপের সাথে নগর ছাত্রলীগের একটি গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শী নগর ছাত্রলীগ নেতা ও বাকলিয়া সরকারি কলেজ সাবেক ছাত্রলীগ সভাপতি মো. রাশেদ জানান, স্লোগানপাল্টা স্লোগানকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনা ঘটে, এতে দুইজন আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধক্রিমরোলের প্লাস্টিকের প্যাকেট থেকে হত্যার রহস্য উন্মোচন
পরবর্তী নিবন্ধসভাপতি পদে ১৪ ও সা. সম্পাদক পদে ১৪ প্রার্থীর বায়োডাটা জমা