আনোয়ারা উপজেলায় ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সাথে অভিমান করে মোছাম্মৎ বিউটি আক্তার (২১) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বিউটি স্থানীয় মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে। তারা দুই বোন কেইপিজেডে চাকরি করতেন। পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা যায়, গত কয়েকদিন আগে ঈদের কেনাকাটা নিয়ে দুই বোনের ঝগড়া লাগে। ঝগড়ার পর বিউটির ছোট বোন রাগ করে বান্ধবীর বাসায় চলে যায়। এই নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা বিউটি আক্তারকে বকাঝকা করে। রোববার সন্ধ্যায় পরিবারের সবার সাথে ইফতার করে বিউটি। ইফতার শেষে ঘরে বিদ্যুৎ না থাকায় পরিবারের সবাই উঠানে বাহির হলে এ সময় ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছোট বোনের সাথে ঝগড়া করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।