গার্মেন্টস এক্সেসরিজ অর্ডার করে টাকা পরিশোধ না করার দায়ে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের মামলায় এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জাকির হোসেন নামের এই ব্যবসায়ী ঢাকার মোহাম্মদপুর এলাকার হাইপয়েড ফ্যাশন এক্সপোর্টের চেয়ারম্যান। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৪ এ রায় ঘোষণা করেন। আসামি জাকির হোসেন বর্তমানে জামিনে গিয়ে পলাতক আছেন। বাদীর আইনজীবী শহীদুল আলম রাহাত আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ নভেম্বর কেডিএস এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামিম ইকবালের পক্ষে ম্যানেজার শিমুল সেন মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ১১ জুন প্রায় ১৪ লাখ টাকার গার্মেন্টস এক্সেসরিজ অর্ডার করা হয়। একপর্যায়ে পণ্য সরবরাহও করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি টাকার পরিশোধ করেনি। যোগাযোগ করা হলে বাড়াবাড়ি না করতে বলে এবং বাড়াবাড়ি করলে খুন করার হুমকি দেওয়া হয়।