কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) এর “প্যানেল আইনজীবী” হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং হাজী জরিফ লিগ্যাল এইড ও পথশিশু কল্যাণ পরিষদ, চট্টগ্রামের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ।
গত ১ ডিসেম্বর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সচিব স্বাক্ষরিত এই সংক্রান্ত সার্কুলার জারী করা হয়েছে। এই সার্কুলারে এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ এর প্যানেল আইনজীবী নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নব নিযুক্ত প্যানেল আইনজীবী আগামী ৩ বৎসর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
প্যানেল আইনজীবী নিয়োগ প্রাপ্ত এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মধ্যম মাদার্শা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এ. আর কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন ও এইচ.এ.আর কর্পোরেশন লিমিটেডের পরিচালক রওশন আরা বেগমের জ্যেষ্ঠ পুত্র এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ।
পারিবারিকভাকে ব্যবসা ও সমাজসেবা সন্ধে যুক্ত এই পরিবারের সদস্য হিসেবে তিনি ছোটবেলা থেকেই সমাজমুখী কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ চট্টগ্রামের পথশিশুদের নিয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ পথশিশুদের কল্যাণে কাজ করে চলেছেন।
এছাড়াও তিনি অসহায় মানুষদের বিনা মূল্যে আইনী সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি “হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথশিশু কল্যাণ পরিষদ, চট্টগ্রাম” এর চেয়ারম্যান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য। তিনি উত্তর জেলা আইনজীবী পরিষদ, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এবং ভয়েস ফর চট্টগ্রাম (ভি এফ সি) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি নারী ও শিশু অধিকার ফোরাম, চট্টগ্রাম মহানগর এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এসেসমেন্ট রিভিউ বোর্ডের সাবেক সদস্য ছিলেন।
এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ বলেন- রাষ্ট্রীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইনী দায়িত্ব পালন বড় সম্মানের। আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।












