চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে কেকেআরসি এবং এনএইচটি স্পোর্টস। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের উদ্বোধনী দিনে জয় পেয়েছে কেকেআরসি এবং এনএইচটি স্পোর্টস। দিনের প্রথম ম্যাচে কেকেআরসি ৫৬ রানে পরাজিত করেছে ব্রাদার্স ইউনিয়নকে। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে এনএইচটি স্পোর্টস ৬ উইকেটে হারিয়েছে টোয়েন্টি ইভেন্টজ গ্রুপকে। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছিল কেকেআরসি। ২১ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে তৌসিফ এবং তালহা মিলে ৯৭ রান যোগ করে। ৪৭ বলে ৬টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৭৮ রান করে ফিরেন তৌসিফ। তালহা ফিরেন ৩৫ বলে ৪৪ রান করে। পরের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানের বিশাল ইনিংস দাড় করায় কেকেআরসি। দলের পক্ষে অন্যান্যের মধ্যে সৌরভ ১০, মোমিন ১৫ এবং রিফাত করেন ১০ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৩০ রানে ৪টি উইকেট নিয়েছেন শাহরিয়ার।
জবাবে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়ন ১০ রানে হারায় প্রথম উইকেট। এরপর বাকি ব্যাটারদের কেউই বড় ইনিংস খেরতে পারেননি। বিশেষ করে কেকেআরসির বোলার মোমিন, অনিক এবং রিফাতের বোলিং তোপের মুখে পড়ে ১২০ রান করতে সক্ষম হয় ব্রাদার্স। দলের পক্ষে আবদুল্লাহ হানিফ ২৩, নাজমুল ১৫, শাহাদাত ২০, তাহমিদ ২৪ এবং শাহরিয়ার করেন ১২ রান। কেকেআরসির পক্ষে ১৬ রানে তিনটি উইকেট নেন আবদুল মোমিন। ২টি করে উইকেট নিয়েছেন রিফাত এবং অনিক। বিজয়ী কেকেআরসির তৌসিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে টোয়েন্টি ইভেন্টজ গ্রুপ। শুরুটাও দারুন করেছিল। দুই ওপেনার সাজ্জাদ এবং জিসান তুলে নেন ৮১ রান। তবে এজুটি ভাঙ্গার পর আর বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি টোয়েন্টি ইভেন্টজ গ্রুপ। দলের পক্ষে সাজ্জাদ ৩১ বলে ৩টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন। মূলত তার ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করে টোয়েন্টি ইভেন্টজ গ্রুপ। দলের পক্ষে অন্যান্যের মধ্যে জিসান ১৮, খালেদ ২১, তানভীর করেন ৯ বলে ১৯ রান। এনএইচটি স্পোর্টসের পক্ষে ১৩ রানে ৪টি উইকেট নেন মাজহারুল ইসলাম। জবাবে ভ্যাট করতে নামা এনএইচটি স্পোর্টস ২০ রানে দুই ওপেনারকে হারায়। ২৯ রানে যেতে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে এনএইচটি। তবে সে অবস্থায় হাল ধরেন ইমরান এবং আজমল হুদা আজাদ। দুজন মিলে ৭২ রান যোগ করে দলকে জয়ের দিকে নিয়ে যান। নিজের হাফ সেঞ্চুরি পূরণ করার পর ফিরেন আজাদ। ২৬ বলে ৪টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফিরেন আজাদ। এরপর অবশ্য ইমরান এবং সাজ্জাদুল হক রিপন মিলে আর কোন অঘটন ঘটতে দেননি। ৬ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দুজন। ইমরান ৪৬ বলে ২টি চার এবং ২টি ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকেন। আর রিপন ১৯ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। এনএইচটি স্পোর্টসের মাজহারুল ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির নির্বাহী সদস্য ফজলে রাব্বি খান সাজ্জাদ।
এর আগে দুই ম্যাচের মাঝখানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ–সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, হাফিজুর রহমান, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, স্পন্সর প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের এজিএম মো. তারেকুল হক, সিকো এরিনার প্রতিনিধি মো. সাইফ বিন মান্নান, টুর্নামেন্ট কমিটির সদস্য ফজলে দাইয়ান, ফাইজান খান, মির্জা শাহরিয়ার জামি, ফজলে হাসান মাহমুদ আরিয়ান প্রমুখ।