কেএসআরএম ভবিষ্যৎ স্থপতি অ্যাওয়ার্ড জিতল চুয়েটের মাহির অরিত্র

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মাহির অরিত্র দেশের স্বনামধন্য ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেএসআরএম আয়োজিত ‘কেএসআরএম অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্ট-২০২২’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা স্থপতি নির্বাচিত হয়েছেন।

তার উপস্থাপিত থিসিসের শিরোনাম ছিল-স্যালভেজ্‌ড আইল্যান্ড : একটি সমন্বিত সুবিধা হিসাবে জলজ অবকাঠামো ব্যবহার করার জন্য বিকল্প স্থাপনার সমাধান। গত শুক্রবার আগারগাঁওয়ে দ্যা ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) সেন্টারে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে মাহির অরিত্র পান ৭৫ হাজার টাকা এবং একটি সনদপত্র।

এতে বুয়েটের রাতুল সিং প্রথম স্থান এবং বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির মো. নওফেল তৃতীয় স্থান অর্জন করেন। স্নাতক পর্যায়ের সমাপনী বর্ষের শিক্ষার্থীদের সেরা থিসিসের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮টি প্রজেক্ট জমা পড়ে। সেখান থেকে ৩ দিনব্যাপী প্রদর্শনী শেষে জুরি বোর্ড সেরা তিনজনকে চূড়ান্তভাবে বাছাই করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধনিরপরাধ ব্যক্তিকে চার্জশিটভুক্ত করবেন না