কৃষি বিভাগের কাছে রাউজান পৌরসভার উৎপাদিত জৈব সার হস্তান্তর

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ব্ল্যাক সোলজার প্রকল্পে উৎপাদিত জৈব সারের একটি চালান কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার এসব জৈব সার হস্তান্তর করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সার হস্তান্তর অনুষ্ঠানে মেয়র বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন ও মডেল পৌরসভার গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। কুড়িয়ে নেয়া পচনশীল আবর্জনা প্রক্রিজাত করে কৃষকদের জন্য সার উৎপাদন করছি। এই প্রকল্পের মাধ্যমে অনেকেই আত্মনির্ভরশীল হয়েছে। কৃষকরা কম দামে সার পাচ্ছে। অনুষ্ঠানে মেয়র জানান, কৃষি বিভাগের সাথে চুক্তির অংশ হিসেবে পৌরসভার উৎপাদিত জৈব সার কৃষি বিভাগে দেয়া হচ্ছে। অনুষ্ঠানে মেয়রের হাত থেকে সার গ্রহন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সো. মাসুম কবির। জানা যায় পৌরসভা কৃষি অধিদপ্তরকে ২ হাজার ২৫০ কেজি জৈব সার হস্তান্তর করে। কৃষি বিভাগ উপজেলার প্রতিজন কৃষককে ১০ কেজি করে এসব সার বিনামূল্যে বিতরণ করবে। এই সার পাবে ২২৫জন কৃষক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজিব কুমার সুশীল, পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ, আবর্জনা পক্রিয়াজাত প্রকল্পের কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, মো. আসিফ, নকিব সিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে পানিবন্দি কয়েকটি এলাকা পরিদর্শনে এমপি ছালাম