সারাদেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পুননির্ধারণ করে আগামী ২৫ অক্টোবর করা হয়েছে। এদিন সকাল ১১টায় সারাদেশে একযোগে আটটি কেন্দ্রে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিবে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
গতকাল চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসুু) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার বিকাল ৩টায় সিভাসুর ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক অনলাইন সভায় পরীক্ষার তারিখ পুননির্ধারণ করা হয়েছে। সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দুইজন সম্মানিত সদস্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ, ইউজিসির সচিব, সিভাসুর রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্বে আছে সিভাসু। পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২০ জুলাই। দেশে অস্থির পরিস্থিতির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কৃষি গুচ্ছের মধ্যে দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়–ময়মনসিংহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়–গাজীপুর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়–ঢাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ৮টি কেন্দ্র হল সিভাসু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।