লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর। গত মঙ্গলবার রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের করম আলী সিকদার পাড়ার দরগাহ মুড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন, উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে।












