রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, কৃষি বিভাগের মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাগণ দায়িত্বপালনে চরমভাবে গাফেলতি করছে। তাদের অনেককেই কৃষকরা চিনেন না। সরকারি বেতন ভাতা ভোগ করে নিজেদের দায়িত্ব পালনে গাফেলতির কারণে অনেক ফসলি জমি অনাবাদি থেকে যাচ্ছে। এখন থেকে সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে গিয়ে দায়িত্ব পালন করছে না এমন কথা শুনা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ফসল উৎপাদন করা যায় এরকম এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। যেসব ইউনিয়নে আবাদি জমি খালি থাকবে সেসব ইউনিয়নের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহীতার আওতায় আনা হবে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়মে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।
কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ান ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ।