কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে উদ্ভাবনী আইডিয়া সৃষ্টির আহবান

ইউনিভার্সিটি ইনোভেশন হাবের পুরস্কার বিতরণে চবি উপাচার্য

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি ইনোভেশন হাবের (ইউআইএইচপি) পুরস্কার বিতরণ গতকাল রোববার চবি ইনোভেশন হাবে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম সেক্রেটারিয়েটের ন্যাশনাল কো অর্ডিনেটর মো. লতিফুল কবির। উপাচার্য পুরস্কারপ্রাপ্ত অর্থ প্রতিটি টিম যথাযথভাবে কাজে লাগিয়ে তাদের উদ্ভাবনী মেধার বিকাশ ঘটিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইউনিভার্সিটি ইনোভেশন

হাবের (ইউআইএইচপি) আওতায় বিভিন্ন ভিশনারি আইডিয়া উপস্থাপনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০টি টিমকে গড়ে ৫০ হাজার টাকা করে পুরস্কারের চেক হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য
পরবর্তী নিবন্ধচোরাই মোবাইলসহ চট্টগ্রামে গ্রেফতার ১