পূর্ব ষোলশহর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা মাদরাসার সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও কমিটির সদস্য নজরুল ইসলামের সঞ্চালনায় গত ২৮ মে মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। তিনি বলেন, কৃতী শিক্ষার্থীরা দেশ ও জাতির আলোকিত সম্পদ। মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছেন বলে অভিমত ব্যক্ত করে বলেন, অতীতে মাদরাসা শিক্ষা চরমভাবে অবহেলিত ছিল। সরকার ইসলামী শিক্ষা পুনর্গঠনে নানা যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। জাতীয় শিক্ষানীতিতে মাদরাসা শিক্ষাসহ ইসলামী মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান বক্তা ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার উল্লেখযোগ্য অবদান রাখছে। সেই সাথে মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম।
বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, শোয়েব রিয়াদ, আমিনুল ইসলাম, নুরুল হোসাইন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। শেষে শিক্ষা উপমন্ত্রী নওফেলকে ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমীর সম্পাদনায় প্রকাশিত একটি গবেষণাধর্মী বই উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।