কুয়েট, চুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। খবর বিডিনিউজের।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা রবিউল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এই কমিটিতে কুয়েটের ৫ জন এবং চুয়েট ও রুয়েটের ৪ জন করে মোট ১৩ জন সদস্য রয়েছে এবং কুয়েটের নেতৃত্বে এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট, চুয়েট ও রুয়েটকে নিয়ে গত বছর প্রথমবারের মত এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধশেষ বিকেলে টাইগারদের ব্যাটিং বিপর্যয়
পরবর্তী নিবন্ধপ্রতিদিন ৩শ-৪শ লোকের আনন্দময় ইফতার