নগরীর পূর্ব নাসিরাবাদে কুয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ এ জরিমানা করেন। এসময় বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী নুরে আলম মো. ফিরোজ বলেন, লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী কুয়া ড্রিংকিং ওয়াটার নামের ওই পানির কারখানার বিরুদ্ধে একটি মামলা দায়েরের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বেও বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়েই ড্রিংকিং ওয়াটার বোতলজাত করায় ২০২১ সালের ২৩ আগস্ট প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।