‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ কলকাতায় যৌথভাবে সেরা

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের মুহাম্মদ কাইউম পরিচালিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। স্পেনের ‘আপন এন্ট্রি’ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ‘গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি। খবর বিডিনিউজের।

এ বছর প্রতিযোগিতায় ছিল মোট ১৪টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ছিল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। বিচারকের দায়িত্বে ছিলেন মোট পাঁচজন। এর মধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও ছিলেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের নির্মাতা তানভীর মোকাম্মেল।

গতকাল বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর। উৎসবের সমাপনী আয়োজনে পুরস্কার প্রদান করা হয়। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটেও পুরস্কারের খবরটি প্রকাশ করা হয়।

পরিচালক মুহাম্মদ কাইউম বলেন, সিনেমাটি মুক্তির পর প্রথম কোনো বড় পরিসরে পুরস্কার পেল। এটা অবশ্যই আনন্দের। সিনেমাটি নিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। সেই কষ্টের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে।

বাংলাদেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ঢাকায় ৪ নভেম্বর মুক্তি পায়।

পূর্ববর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার উৎসবের ৬ষ্ঠ দিনে নাটক ‘ইজ্জত’ মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধসাউথ এন্ড ক্লাবের খেলোয়াড় সংবর্ধনা