কুসুম কুমারী স্কুলে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক লোকমান উদ্দীন।

সিনিয়র শিক্ষক এএনএম ছোহাইল ও লক্ষ্মী রাণী দেবীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি চসিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, কোহিনূর জাহান। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সেলিমুর রহমান, রুবেল দত্ত,সাবেক প্রধান শিক্ষক লিলি বড়ুয়া, নাজনীন আক্তার, শামসুল আলম, কাবেরী দাশ গুপ্তা,তাপসী দে,কুমকুম ভট্টাচার্য, মান্না বড়ুয়া, মোহাম্মদ ইউনুস, সুরঞ্জিত দে প্রমুখ। বক্তারা দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেএসডি চট্টগ্রামের মানববন্ধন
পরবর্তী নিবন্ধনির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার