নগরীর বায়েজিদের কুলগাঁও এলাকা থেকে নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. জাকারিয়া, নাঈম ইসলাম অনিক, মো. আনিছ ও মো. জুনায়েদ।
গত সোমবার রাতে কুলগাঁওয়ের দাইয়াপাড়া নয়া মাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়া মাজার রোড এলাকার ওসমানের বিল্ডিংয়ের নিচ তলা থেকে বিদেশি ওষুধের নকল প্যাকেট, ক্যাপসুল তৈরির খালি শেল ও মেশিন উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, ওসমানের বিল্ডিংয়ের নিচ তলায় গোপন কারখানা বানিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে যৌন উত্তেজক নকল ওষুধ তৈরি করে আসছিল।
বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান আজাদীকে বলেন, দীর্ঘদিন ধরে নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভবনের নিচ থেকে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।