কুরআন খতমের অনুষ্ঠানে যাচ্ছিলেন তরুণ হাফেজ, সড়কে মৃত্যু

হাটহাজারী ও ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাঞ্চন (২১) নামে এক তরুণ হাফেজের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের মুছাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাঞ্চন ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল এলাকার মো. জালালের ছেলে। নোয়াহাট এলাকায় একটি কুরআন খতমের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. লাভলু জানান, রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন কাঞ্চন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের মামা আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নোয়াহাট এলাকায় কুরআন খতম পড়তে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ১২০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল তিন জাহাজ
পরবর্তী নিবন্ধকারাবন্দি ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার ছেলেরা