খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সামপ্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ–উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন শুক্রবার প্রকাশ করা হয়েছে।
ভিসিকে অব্যাহতি দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩–এর ধারা ১০ (২) অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে ইতিপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, ভাইস–চ্যান্সেলর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে ভাইস–চ্যান্সেলর পদের
আদেশ প্রত্যাহারপূর্বক তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। খবর বিডিনিউজের।
প্রো–ভিসিকে অব্যাহতি দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩–এর ধারা ১২ (২) অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস–চ্যান্সেলর পদে ইতিপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, প্রো–ভাইস–চ্যান্সেলর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে প্রো–ভাইস–চ্যান্সেলর পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল ভিসি এবং প্রো–ভিসিকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।