কুয়াশায় ভরা সকাল

কানিজ ফাতেমা লিমা | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

আবছা আবছা আঁধারের মাঝে

শুরু হলো আমার সকাল

কখনও কখনও খেয়াল করি

খুব ভালো যে আমার কপাল

আলোর দারুণ ঝলকানিতে

ঝলমলে করে আমার দু’চোখ

কুয়াশার এক ফোঁটা বিন্দু

ছুঁয়ে দিলো এই মুখ

খালি পায়ে হেঁটেই চলেছি

নিয়ে নতুন স্বপ্ন আশা

কুয়াশায় ভরা সকাল আমার

জানিয়ে দিলো অনন্ত ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধওয়াইফাই ও বৈদ্যুতিক তারবিহীন নগরী চাই
পরবর্তী নিবন্ধসাহিত্য চর্চায় সামাজিক সংগঠনের ভূমিকা